Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Chandramukha Tofa and Tahura went to see Deputy Commissioner Mr. Gautam Chandra Pal.
Details

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আলো বিচ্ছুরন করছে চাঁদমুখ তোফা এবং তহুরা।
জন্মের সময় তারা সংযুক্ত ছিল। ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকগণ অপারেশনের মাধ্যমে তাদেরকে সফলভাবে পৃথক করেন। সরকার এ কাজ সার্বিকভাবে তদারকি করেন ও সহায়তা করেন।সংশ্লিষ্ট সকলকে গাইবান্ধা জেলাবাসীর পক্ষ হতে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আজ জেলাপ্রশাসনের পক্ষ হতে তোফা এবং তহুরাকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।
তাদের মা- বাবার চোখে মুখে হাসি ও আনন্দ।
প্রার্থণা করি শিশুদুটি সুস্থ সুন্দরভাবে বড় হয়ে উঠবে, আলোকিত করবে ভূবন।
তাদের পাশে আছে জেলাপ্রশাসন।
শুভেচ্ছান্তে-
গৌতম চন্দ্র পাল
জেলা প্রশাসক
গাইবান্ধা।

Images
Attachments
Publish Date
11/09/2017
Archieve Date
29/03/2018