Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাট-বাজার

উপজেলায় ছোট-বড় ৪২টি হাট-বাজার রয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী মীরগঞ্জ, শোভাগঞ্জ ও পাঁচপীর হাট। বর্তমানে পৌরসভায় অবস্থিত মীরগঞ্জ হাটটি অতি পূরনো ও ঐতিহ্যবাহী। এ হাটটি গোয়ালের ঘাট ছড়ার উপর হওয়ায় এককালে বহু দূর-দূরান্ত থেকে বড় বড় নৌকা যোগে ব্যবসায়ী-বণিকরা আসত ব্যবসা-বাণিজ্য করার জন্য। আমদানি-রফতানি হত প্রচুর পণ্য সামগ্রী। সেকালে এ হাটে অনেক মারোয়ারী বসবাস করলেও বর্তমানে তাদের অস্তিত নেই। সপ্তাহে ২ দিন শনি ও বুধবার এ হাট বসে। পাট মৌসুমে এ হাটে প্রচুর পাট আমদানি হয়। 
এছাড়া শোভাগঞ্জ হাটটি উপজেলার মধ্যবর্তী স্থানে প্রতিষ্ঠিত। এখানেও এক সময় মারোয়ারীরা রমরমা ব্যবসা-বাণিজ্য চালাতো। এ হাটেও নৌপথে এক সময় দূর-দূরান্তর থেকে ব্যবসায়ীরা আসতো। 
অপরদিকে পাঁচপীর হাটটি উপজেলার পূর্বাঞ্চলে অবস্থিত। কথিত মতে, ব্রিটিশ শাসনামলের গোড়ার দিকে ৫ জন পীর ধর্ম প্রচারের জন্য এ এলাকায় আসেন এবং আস্তানা গড়েন। তাদের আস্তানাকে ঘিরে ধীরে ধীরে দোকান পাট গড়ে উঠে এবং হাট-বাজারে রূপ নেয়। ৫ জন পীরের নামানুসারে এ হাটের নামকরণ করা হয় পাঁচপীর হাট।