গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় আলো বিচ্ছুরন করছে চাঁদমুখ তোফা এবং তহুরা।
জন্মের সময় তারা সংযুক্ত ছিল। ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকগণ অপারেশনের মাধ্যমে তাদেরকে সফলভাবে পৃথক করেন। সরকার এ কাজ সার্বিকভাবে তদারকি করেন ও সহায়তা করেন।সংশ্লিষ্ট সকলকে গাইবান্ধা জেলাবাসীর পক্ষ হতে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আজ জেলাপ্রশাসনের পক্ষ হতে তোফা এবং তহুরাকে ফুল ও উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।
তাদের মা- বাবার চোখে মুখে হাসি ও আনন্দ।
প্রার্থণা করি শিশুদুটি সুস্থ সুন্দরভাবে বড় হয়ে উঠবে, আলোকিত করবে ভূবন।
তাদের পাশে আছে জেলাপ্রশাসন।
শুভেচ্ছান্তে-
গৌতম চন্দ্র পাল
জেলা প্রশাসক
গাইবান্ধা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস