২৯-১২-২০২০ ইং সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৪ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। মাননীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক প্রদান করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার, উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলামসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাগণ। সভাপতিত্ব করেন মোহাম্মদ আল মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।