Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগামী ২২,২৩ ও ২৪ জানুয়ারী, ২০১৫ তারিখে গাইবান্ধায় ডিজিটাল মেলা-২০১৫ অনুষ্ঠিত হবে
বিস্তারিত

০৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালা

  ২২ জানুয়ারীঃ বৃহঃস্পতিবার সকাল ১১.০০ টা  বর্ণাঢ্য র‍্যালী (স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শহর প্রদক্ষিণ ) দুপুর  ১২.০০ টা  সেমিনারঃ বিষয় – ডিজিটাল সেন্টার দুপুর  ২.০০ টা           উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা বিকাল ৪.০০ টা  মেলার আনুষ্ঠানিক উদ্বোধন সন্ধ্যা  ৬.০০ টা ,সাংস্কৃতিক অনুষ্ঠান  ।

  ২৩ জানুয়ারীঃ শুক্রবার সকাল ১১.০০ টা ,সেমিনারঃ বিষয় – মাল্টিমিডিয়া ক্লাসরুম     দুপুর ২.০০ টা, রচনা প্রতিযোগিতা বিকাল ৩.০০ টা,ডিজিটাল কুইজ প্রতিযোগিতা সন্ধ্যা ৬.০০ টা,সাংস্কৃতিক অনুষ্ঠান     ২৪ জানুয়ারীঃ শনিবার সকাল ১১.০০ টা          সেমিনারঃ বিষয় – ইনোভেশন দুপুর ২.০০ টা,স্কুলের শিশুদের কম্পিউটারে ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিকাল ৫.০০ টা সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী সন্ধ্যা ৬.৩০ টা , সাংস্কৃতিক অনুষ্ঠান সুধী আগামী ২২, ২৩ ও ২৪ জানুয়ারী ২০১৪ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে ০৩ (তিন) দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মেলার শুভ উদ্ভোধন করবেন জনাব কবির বিন আনোয়ার, মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।     ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫ এর সকল আয়োজনে আপনার অংশগ্রহণ, সহযোগিতা ও সবান্ধব উপস্থিতি একান্তভাবে কাম্য।       মোঃ এহছানে এলাহী জেলা প্রশাসক গাইবান্ধা  

ছবি
ডাউনলোড