সুন্দরগঞ্জ উপজেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ/২০১৪ উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা চত্বরে কারিগরি শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অধ্যক্ষ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাশেদুল হক প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, প্রভাষক আলামিন, সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস