শিরোনাম
সুন্দরগঞ্জে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ
বিস্তারিত
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিনামূল্যে কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলা চত্বরে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে মাননীয় কৃষি মন্ত্রীর নিজস্ব উদ্যোগে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে নেড়িকা জাতের আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সত্যেন কুমার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুর রহমান। উপজেলার পৌরসভাসহ ১৫ ইউনিয়ন ৩১০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ১০ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।